Rose.
গোলাপ বলে শীতকালীন ফুল চিত্রে দেখুন শীতে কি অবস্থা হয়েছে পাতার। প্রজাতি অনুযায়ী সারা বছরই ফোটে। নাতিশীতোষ্ণ আবহাওয়া এর জন্য ভালো। হিসাব অনেকেই করে তাই একশত প্রজাতির কথা বিভিন্ন বই-পত্রিকায় পাওয়া যায়।
বাংলাদেশী গোলাপ ফাতেমা সাত্তার, মল্লিক, রাহেলা হামিদ,পিয়ারি, ভাসানী,শের এ বাংলা, জয়ন্তী, শিবলী।
বিদেশী গোলাপ ইরানী,রানী এলিজাবেথ,ব্লাক প্রিন্স, মিরিন্ডা, আইসবার্গ,রোজ গুজরাট, জুলিয়াস রোজ, সানসিল্ক ইত্যাদি ইত্যাদি।
গোলাপ লাল, সাদা,কালো, হলুদ, খয়েরী এসব রঙের হয়ে থাকে। কিছু গাছে বড় ফুল হয় ও কিছু গাছ ছোট ফুল হয়।
গোলাপের ডাল-পালা বেড়ে জংলি আকার ধারণ করে তাই এই গাছের মাঝে মাঝেই ডাল কেটে দিতে হয়। গোলাপের ডাল থেকে গাছ হয় এবং বিভিন্ন কলম চারা তৈরি করা যায়। কলম গোলাপ সাধারণত সুন্দর ও বড় হয়। টবের চেয়ে মাটিতে রোপণ করাই উত্তম। গোলাপের গাছে কাঁটা থাকে এবং পোকাও থাকে। জীবন তো তাই এ গাছের বিভিন্ন অসুখও হয় আর তাই সংশ্লিষ্ট বিভাগে গেলে এর চিকিৎসাও হয়।
ফুলের গন্ধে দেহ ও মন সতেজ হয়। গোলাপের সুগন্ধি যুক্ত অনেক পন্য আছে। গোলাপ জল অত্যধিক ব্যবহৃত একটি পন্য।আতরও কম না, সাবান, ফেসিয়াল টিস্যু ও গোলাপের টাটকা পাপড়ি দিয়ে মানুষ গোছলও করে। গোলাপের চা পিত্তথলি ও যকৃত কে ভালো রাখে।
এখানে দেখুন- bit.ly/2MsXsuh
তথ্যসূত্র-[azadqn@gmail.com]
সুন্দর.......এগিয়ে যাও আজাদ
উত্তরমুছুন