দিনাজপুরের কথা,
এ,কে,এম যাকারিয়া।
লিখেছেন এভাবে- দিনাজপুরের রাজবংশের ইতিহাস বইতে, আমি সত্যিই আনন্দিত যে এ গ্রন্থের ভূমিকা লিখার সৌভাগ্য আমার হয়েছে। দিনাজপুর তথা উত্তর বঙ্গের ইতিহাস নিয়ে অনেক নাড়াচাড়া করেছি যেমন করে শক্ত তেঁতুল কে ঢেল মারে ছেলেরা। দৈবাৎ দু-একটা তেঁতুল পড়ে কিন্তু বেশিরভাগ ঢেলেই বৃথা যায়। আমার বেলায়ও তাই হয়েছে। কিন্তু আমি সত্যিই আনন্দিত যে মেহেরাব আলী সাহেব ঢেল মারার পরিবর্তে ধীরে সুস্থে গাছে চড়ে ফল আহরণ করেছেন এবং তা পাঠকের সামনে তুলে ধরেছেন। ত্রুটি বিচ্যুতি অবশ্য নাই এমন নয়, তবে সুখের কথা এই যে গ্রন্থ টি খুবই তথা নির্ভরশীল এবং রচনা সুখ পাঠ্য হয়েছে। রসিক জন তা পাঠ করে অবশ্যই আনন্দ পাবেন।
আমি গ্রন্থের বহুল প্রচার কামনা করছি। দিনাজপুর, ০৪জুলাই১৯৬৯।
এখানে দেখুন- bit.ly/2Kgz6T5
দিনাজপুরের মহারাজা জগদীশ নাথ রায়।
জন্ম ১৮৯৪, মৃত্যু ১৯৬২ খৃষ্টাব্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন