সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ।
করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।
-খোদার বন্ধু, কাজী নজরুল ইসলাম।
বন্ধু- সখা, সুহৃদ, স্বজন, কল্যাণ কামি ব্যক্তি, প্রিয়জন, বান্ধবী।
করুণা-সিন্ধু খোদার বন্ধু নিখিল মানব-প্রেমাস্পদ।
-খোদার বন্ধু, কাজী নজরুল ইসলাম।
শৈশব- বাল্যাবস্থা, শিশু কালের সহচর।
কৈশর- যৌবনের পূর্ব অবস্থা। দশ বৎসর থেকে পনের বৎসর কাল।
বালক- ষোল বছরের অনধিক ব্যক্তি।
প্রাপ্ত বয়স্ক- আঠারো বছর বয়স।
যৌবন- তরুণ অবস্থা,যুবা অবস্থা।
যুবক- প্রাপ্ত যৌবন,বিশেষত ষোল থেকে চল্লিশ বৎসর পর্যন্ত বয়সের ব্যক্তি।
জৈবনিক- জীবন ঘটিত।
প্রৌঢ়- মাঝবয়সী। যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়স প্রাপ্ত।
বৃদ্ধ- প্রবীণ। যথেষ্ট বয়স্ক।
জন্মের পর শিশু চোখ খুলে পিটপিট করে চায় আপন জনেরা এগিয়ে আসে শিশু আসস্থ হয়। মাতৃকোলো বড়ো হতে হতে মায়ের বন্ধনে পিতার আদরের সন্ধান পায়। পরিবারের সবার কোলে যায় না শিশু শুধু তাদের কাছেই যায় যার কাছে আদর-সোহাগ পায়। বিনিময়।
শিশু কথা বলতে শেখে,হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে পরিচিত জনের সংখ্যা বাড়তে থাকে। হাঁটতে হাঁটতে বাড়ির উঠানে খেলা করে প্রতিবেশী সমবয়সী শীশু রাও
আসতে শুরু করে নিজের মতো দু-একজন খেলার সাথী হয়ে যায় এবং এভাবে চলতে থাকে-হাঁটা।
এখন শীশুরা খুব অল্প বয়সে স্কুলে যায়। বাড়ন্ত শিশুর বারো থেকে চৌদ্দ ঘন্টা ঘুমানো প্রয়োজন শারীরিক সুস্থতার জন্য। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ড্রয়িং স্কুল, গানের স্কুলে অল্প বয়সে অনেক সহপাঠী জুটি, বন্ধু হয়ে যায়।
হাইস্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠীদের সাথে লেখাপড়া ও দোস্তালী টিকিয়ে রাখা এবং অনেকে বিবাহ বন্ধনে জড়িয়ে আমৃত্যু পর্যন্ত এ সম্পর্ক ধরে রেখেছেন।
বন্ধু নিয়ে অনেক গান, কবিতা,বাণী, সতর্কতা অনেক লেখা আছে, আছে 'বন্ধু দিবস'।
সততা,
সহানুভূতি,
সমবেদনা,
আস্থা,
গ্রহণযোগ্যতা,
অনুভূতি প্রকাশের স্বাধীনতা এসব যাদের আছে তাদের সাথে বন্ধুত্ব করা যায় আর যারা একপেশে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো।
যাকে ভালোলাগে তাঁর সাথে সম্পর্ক স্থাপনের জন্য কোরবানী দিয়ে দোস্তালী পাতানো যায়।
কর্মক্ষেত্রে অনেক বন্ধু হয়ে যায় চাকরিতে থাকা অবস্থায় দিনের অধিকাংশ সময় দাপ্তরিক কাজে দপ্তরে ব্যয় করতে হয় সে সময়ে দীর্ঘ চাকরি জীবনে সহকর্মী ও অনেক মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে যা মজবুত বন্ধুত্বের রুপনেয়।
ব্যবসা-বানিজ্য ও কৃষিজীবীর বন্ধুত্বের ঘনত্ব অনেকটাই পুরু বিভিন্ন ঘাত-প্রতিঘাতে এ বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই টিকে থাকে।
আঠারো বছর চাকুরী জীবনে অনেকের সাথেই সুন্দর সম্পর্ক গড়ে উঠে ছিল অনেকেই ফোন করতো একসময় এখন করে না যে দু-একজনকে আমি মাঝেমধ্যে ফোন করি তারা প্রথমে কেঁদে ফেলে তারপর সমাচার।
চাকুরী জীবন প্রৌঢ় জীবন। এটা জীবনের মাঝামাঝি সময় বন্ধু-বান্ধব ছেলে মেয়ে জীবন-সঙ্গিনী একান্ত আপন রোগে-সুখে একান্ত আলাপচারিতায় গৃহের গৃহিণীই সবচেয়ে কাছের বড় বন্ধু।
বৃদ্ধ বয়সে পাড়ার মসজিদের মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাতের সাড়িতে নির্ধারিত চেয়ারে বসে নাতী-নাতনীদের আলাপচারিতায় সামনে তাকিয়ে থাকা। হাসপাতালের পাশের বেডে শায়িত ব্যক্তির সহানুভূতি, সহমর্মিতা বন্ধুত্বে গ্রহণ যোগ্যতা,,,,।
ইলেকট্রিক বন্ধু, এরা খুব শক দেয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিনট্রেস, লিংকডিন কাজ দেয় তবে পকেটে পয়সা থাকার লাগে।
ভালো ছিল পেনফ্রেন্ড একজন,বলে এত্তো এত্তো চিঠি আসতো-ভাষা পড়ে মন খারাপ হয়ে যেতো তারা কে? বুঝে নিও বন্ধুত্ব। পোস্ট কোড ৫০০০।
তথ্যসূত্র- [azadqn@gmail.com].
কৈশর- যৌবনের পূর্ব অবস্থা। দশ বৎসর থেকে পনের বৎসর কাল।
বালক- ষোল বছরের অনধিক ব্যক্তি।
প্রাপ্ত বয়স্ক- আঠারো বছর বয়স।
যৌবন- তরুণ অবস্থা,যুবা অবস্থা।
যুবক- প্রাপ্ত যৌবন,বিশেষত ষোল থেকে চল্লিশ বৎসর পর্যন্ত বয়সের ব্যক্তি।
জৈবনিক- জীবন ঘটিত।
প্রৌঢ়- মাঝবয়সী। যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়স প্রাপ্ত।
বৃদ্ধ- প্রবীণ। যথেষ্ট বয়স্ক।
জন্মের পর শিশু চোখ খুলে পিটপিট করে চায় আপন জনেরা এগিয়ে আসে শিশু আসস্থ হয়। মাতৃকোলো বড়ো হতে হতে মায়ের বন্ধনে পিতার আদরের সন্ধান পায়। পরিবারের সবার কোলে যায় না শিশু শুধু তাদের কাছেই যায় যার কাছে আদর-সোহাগ পায়। বিনিময়।
শিশু কথা বলতে শেখে,হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে পরিচিত জনের সংখ্যা বাড়তে থাকে। হাঁটতে হাঁটতে বাড়ির উঠানে খেলা করে প্রতিবেশী সমবয়সী শীশু রাও
আসতে শুরু করে নিজের মতো দু-একজন খেলার সাথী হয়ে যায় এবং এভাবে চলতে থাকে-হাঁটা।
এখন শীশুরা খুব অল্প বয়সে স্কুলে যায়। বাড়ন্ত শিশুর বারো থেকে চৌদ্দ ঘন্টা ঘুমানো প্রয়োজন শারীরিক সুস্থতার জন্য। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ড্রয়িং স্কুল, গানের স্কুলে অল্প বয়সে অনেক সহপাঠী জুটি, বন্ধু হয়ে যায়।
হাইস্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখা গেছে প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠীদের সাথে লেখাপড়া ও দোস্তালী টিকিয়ে রাখা এবং অনেকে বিবাহ বন্ধনে জড়িয়ে আমৃত্যু পর্যন্ত এ সম্পর্ক ধরে রেখেছেন।
বন্ধু নিয়ে অনেক গান, কবিতা,বাণী, সতর্কতা অনেক লেখা আছে, আছে 'বন্ধু দিবস'।
সততা,
সহানুভূতি,
সমবেদনা,
আস্থা,
গ্রহণযোগ্যতা,
অনুভূতি প্রকাশের স্বাধীনতা এসব যাদের আছে তাদের সাথে বন্ধুত্ব করা যায় আর যারা একপেশে তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো।
যাকে ভালোলাগে তাঁর সাথে সম্পর্ক স্থাপনের জন্য কোরবানী দিয়ে দোস্তালী পাতানো যায়।
কর্মক্ষেত্রে অনেক বন্ধু হয়ে যায় চাকরিতে থাকা অবস্থায় দিনের অধিকাংশ সময় দাপ্তরিক কাজে দপ্তরে ব্যয় করতে হয় সে সময়ে দীর্ঘ চাকরি জীবনে সহকর্মী ও অনেক মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে যা মজবুত বন্ধুত্বের রুপনেয়।
ব্যবসা-বানিজ্য ও কৃষিজীবীর বন্ধুত্বের ঘনত্ব অনেকটাই পুরু বিভিন্ন ঘাত-প্রতিঘাতে এ বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই টিকে থাকে।
আঠারো বছর চাকুরী জীবনে অনেকের সাথেই সুন্দর সম্পর্ক গড়ে উঠে ছিল অনেকেই ফোন করতো একসময় এখন করে না যে দু-একজনকে আমি মাঝেমধ্যে ফোন করি তারা প্রথমে কেঁদে ফেলে তারপর সমাচার।
চাকুরী জীবন প্রৌঢ় জীবন। এটা জীবনের মাঝামাঝি সময় বন্ধু-বান্ধব ছেলে মেয়ে জীবন-সঙ্গিনী একান্ত আপন রোগে-সুখে একান্ত আলাপচারিতায় গৃহের গৃহিণীই সবচেয়ে কাছের বড় বন্ধু।
বৃদ্ধ বয়সে পাড়ার মসজিদের মুসল্লিদের পাঁচ ওয়াক্ত সালাতের সাড়িতে নির্ধারিত চেয়ারে বসে নাতী-নাতনীদের আলাপচারিতায় সামনে তাকিয়ে থাকা। হাসপাতালের পাশের বেডে শায়িত ব্যক্তির সহানুভূতি, সহমর্মিতা বন্ধুত্বে গ্রহণ যোগ্যতা,,,,।
ইলেকট্রিক বন্ধু, এরা খুব শক দেয়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিনট্রেস, লিংকডিন কাজ দেয় তবে পকেটে পয়সা থাকার লাগে।
ভালো ছিল পেনফ্রেন্ড একজন,বলে এত্তো এত্তো চিঠি আসতো-ভাষা পড়ে মন খারাপ হয়ে যেতো তারা কে? বুঝে নিও বন্ধুত্ব। পোস্ট কোড ৫০০০।
বন্ধু |
তথ্যসূত্র- [azadqn@gmail.com].