RH

০৬ আগস্ট ২০১৯

আইন-ই আকবারী

"আইন- ই আকবারী"
"ভারতীয় মুসলিম দার্শনিক, ঐতিহাসিক ও মুগল সম্রাট আকবার এর নবরত্নের অন্যতম আবুল ফজল'আল্লামী রচিত রাষ্ট্র নৈতিক ও দার্শনিক গ্রন্থ। ইহাকে কেহ কেহ'আকবরনামাহ- এর তৃতীয় খন্ড বলিয়া অভিহিত করেন। কিন্তু বাস্তবে ইহা একটি স্বতন্ত্র গ্রন্থ। তবে ইহাকে প্রথমোক্ত গ্রন্থের পরিশিষ্ট রুপে গণ্য করা যায়।

পাঁচ খন্ডে সমাপ্ত এই গ্রন্থের আলোচ্য বিষয় হইল-
১) দরবার ও হেরেমের নিয়ম-কানুন ও বর্ণনা।
২) সভাসদ বর্গের পরিচয়, দায়িত্ব ইত্যাদি।
৩) ইসলামী সন, অর্থ নৈতিক বিবরণ, বিভিন্ন প্রদেশ ও শাসন কর্তাদের সম্পর্কে তথ্য ইত্যাদি।
৪) ভারতীয় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় দর্শন, সামাজিক অবস্থান, সাহিত্য-সংস্কৃতি, হিন্দু স্থানের উপর বহিরাক্রমন, রাষ্ট্রের নানাবিধ পরিসংখ্যান, বিভিন্ন পর্যটক ও মুসলমান সুফী সাধকদের আগমন ও পরিচয়।
৫) আবুল ফজল সংকলিত আকবার এর বাণী সমূহ।

বহুসংখ্যক রাষ্ট্রীয় কর্মচারীর সহায়তায় দীর্ঘ সাত বৎসর পরিশ্রম করিয়া আবুল ফজল এই গ্রন্থ রচনা করেন। তাহার গ্রন্থ বিভিন্ন বিচারে শুধু এশিয়াতেই নয়, এমনকি ইউরোপেও অপ্রতিদ্বন্দ্বী। অনেকে ইহাকে শূধু ইতিহাস গ্রন্থই নয়,উচ্চাঙ্গের সাহিত্য গ্রন্থ হিসাবেও বিবেচনা করেন। আর এ কারণে তিনি ভারত তথা মুসলিম বিশ্বেই শুধু নয় সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করিয়াছেন। তাহার গ্রন্থাবলীও ইংরেজি,আরবী, উর্দু ও ফার্সির গতি পার হইয়া বহু ভাষায় অনূদিত হইয়াছে"।

উদ্বৃতি- ৫০ পৃষ্ঠা, প্রথম খন্ড, ইসলামী বিশ্বকোষ।