মোবাইল ফোন।
সেলুলার ফোন। তারবিহীন টেলিফোন। স্থানান্তর যোগ্য। মোবাইল ফোন সহজে যে কোন স্থানে বহন ও ব্যবহার করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিফোন ও রেডিও কারিগরি প্রযুক্তিকে সমন্বিত করে তার বিহীন ফোন উদ্ভাবনের প্রচেষ্টা শুরু হয়। এটিএন্ডটি AT&T কোম্পানির প্রকৌশলী ড.জোয়েল এস এন্জেল ১৯৪৭সালে প্রথম এ ধরনের ফোন ব্যবস্থার বেজ স্টেশন উদ্ভাবন করেন। এ বেজ স্টেশনের সুত্র ধরে বিভিন্ন বহুজাতিক কোম্পানি মোবাইল প্রযুক্তির পথ খুঁজতে থাকে। অবশেষে ১৯৭৩ সালে মটোরোলা কোম্পানির প্রকৌশলী ড. মার্টিন কুপার মোবাইল হ্যান্ডসেট উদ্ভাবন করেন। মোবাইল ফোনটির নাম দেওয়া হয় DyanaTAC 8000XL ড. মার্টিন কুপার ১৯৭৩ সালের ০৩ এপ্রিল ড.জোয়েল এস এন্জেল এর সাথে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো মোবাইল ফোনে কথা বলেন। ১৯৮১ সালে নরডিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন