RH

০৯ সেপ্টেম্বর ২০১৯

নিম ঔষধি গাছ।





নিম পাতা।
Neem Azadirecta Indica.
নিম- নিম এক প্রকার তিক্ত ফল,নিম গাছ।
নিম্বক- নিম ফল।
সকালে ছেলেবেলায় নিম পাতার রস, চাল আর নিম পাতা ভাজা খায়নি এমন মানুষের সংখ্যা আমার পরিচিত জনদের মধ্যে খুব কমই আছে। জাতি নিম গাছের ডাল দিয়ে দাঁত ব্রাশ করা প্রতিদিনের অভ্যাস পরিনত হয়েছিল তখন।
বাড়ির দক্ষিণ দিকে বা যে দিক দিয়ে বাতাস বেশী প্রবাহিত হয় সে দিকে নিম গাছ রোপণ স্বাস্থ্যের জন্য উপকারী।

নিমের ছড়ি হাতে এবং পায়ে নিয়মের খড়ম ব্যবহারে শরীরের পীড়া আপনি সাড়ে। 

নিম পাতা ও ছাল গুঁড়া করে ৩/৪ ঘন্টা পর পর খেলে জ্বর দূর হয়ে যায়।

নিম গাছের ছালের রস খেলে শরীরে বল আসে।

নিম ফলের তেল খেলে ক্রিমি,মালিশ করলে বাত এবং পঁচা ঘায়ে ব্যবহার করলে ক্ষত আরোগ্য হয়।

নিমের ডাল দাঁতন/মেসওয়াক হিসেবে ব্যবহারে দাঁত,মাড়ি ও মুখের দুর্গন্ধ দূর হয়।

নিমপাতা গরম জলে গোসল করলে চুলকানি দূর হয় ত্বক ভালো হয় এবং জ্বর-সর্দির পরে মনে প্রফুল্ল আনে।

নিম থেকে হোমিওপ্যাথি ওষুধ - Azadirecta Indica.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন