চিরতা প্রাচীন কাল থেকে বাংলাদেশ অঞ্চলে ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভেষজ Herb হচ্ছে এমন উদ্ভিদ যার মূল, কান্ড, পাতা,ফুল ও ফল ঔষধি হিসেবে মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বলা হয় রোগ নাশক গাছ চিরতার উৎপত্তি হিমালয় পর্বতের পাদদেশে এবং এখান থেকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তিক্ত স্বাদ বিশিষ্ট এ গাছের মূল কান্ড পাতা ফুল ও ফল কাঁচা/শুকনো পরিস্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে ঘুম থেকে উঠে শুধু পানি পান করতে হয়। চিরতার পানি স্বাস্থ্যের জন্য উপকারী। গাছ প্রায় এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা একটু চিকন ও লম্বাটে ধরণের। শুধু চিরতার ভিজানো পানিতে অনেক পুরাতন জ্বর আরোগ্য হয় চোখ-মুখ, হাত-পা জ্বালা ও চর্মরোগে চিরতা উপকারী।Gentiana Chirata হোমিওপ্যাথিক লক্ষণে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন