যে গরু চড়ায়। রাখাল শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। যারা গ্রামের তারা বিশেষ ভাবে বিজ্ঞ আর যারা শহরে থাকে তার মায়েদের গল্পের রুপকথায়। আমাদের দেশের রাখাল কাউবয় টুপি পড়ে ঘোড়ায় চড়ে গরু নিয়ে মাঠে যায়না। বাংলার রাখাল রোদে পুড়ে তামাতে কালো রঙের ছিপছিপে গড়নের। সকালে গোয়ালঘর থেকে গরু-মহিষ বের করে নিয়ে সারাদিন মাঠে থেকে এদের গরু নিয়ে আসতে হতো সন্ধায়। গোয়ালঘর যেখানে গৃহস্থের গরু রাখা হয় জমি চাষের জন্য বলদ বিক্রির জন্য ষাঁড় দুধ ও গরুর সংখ্যা বৃদ্ধির জন্য গাই-বাছুর। বাথান
গরু |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন