RH

০১ নভেম্বর ২০১৯

শিউলি ফুল

শিউলি ফুল গাছ অন্যান্য ফুল গাছের তুলনায় একটু আলাদা এ গাছের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে বলেই এ গাছের ফুল কিছু দেশের জাতীয় ফুল। এ গাছ অন্যান্য ফুল গাছের তুলনায় কিছুটা বড় হয়ে অনেক শাখা-প্রশাখায় বিভক্ত হয়। সবুজ পাতা, পাঁচ-সাত পাপড়ীর সাদা ফুলের সঙ্গে কমলা রঙের লম্বা নরম নলের মত ডাটা আছে এ ফুলের। রাতে ফুল ফোটে এবং সকালে সূর্য ওঠার আগে ঝড়ে পড়ে বাগানের পরিবেশে সাদা, হলুদ-কমলা রঙের শিশিরে ভিজিয়ে জমিনে ফুলের কার্পেট বিছিয়ে দেয়। শিউলি ফুল শরৎকালে ফোঁটে সারা গাছ রঙিন হয়ে চারিদিক সুগন্ধে আমোদিত করে।
নাইট ফ্লাওয়ার জেসমিন,হারসিঙ্গার,পারিজাত যেমন এ ফুলের হয়েছে বিভিন্ন নাম তেমনি এর রয়েছে অনেক উপকারী গুনাগুণ। শিউলি ফুলের পাতার রস নতুন-পুরাতন জ্বর আরোগ্য করে। শিশুদের ক্রিমি রোগে শিউলি পাতার রস মধু/লবণ মিশিয়ে পান করলে ক্রিমি রোগ আরোগ্য হয়।


শিউলি ফুলের হোমিওপ্যাথি ঔষধ নিক্টান্থিস আরবট্রিস হোমিওপ্যাথি লক্ষণে সকালে শীত, পিপাসা, পিত্ত বমন সহ শীতের পর জ্বর আসে। বাত ও যকৃতের ব্যথা, জিহ্বা সাদা ও হলদে রঙের ময়লা এসব লক্ষণ প্রকাশিত বা দেখা দিলে Nictanthes Arbortritis প্রয়োগে উপকার হয়।

তথ্যসূত্র-[azadqn@gmail.com] Homeopathist.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন