একজন জানালো বনের মধ্য দিয়ে হাঁটছিলাম হঠাৎ কিসে যেন লেগে পায়ের বুড়ো আঙুলে কিছুটা কেটে গেল রক্ত পড়া আর কিছুতেই বন্ধ হচ্ছিল না,সে অবস্থায় কিছুদুর পথ এগোনোর পর অবাক হয়ে খেয়াল করি রক্ত পড়া বন্ধ হয়ে কেটে যাওয়া অংশ প্রায় আগের মতো হয়েছে'বললাম কখন হাঁটতে ছিলেন, বললো সকালে, কিসের উপর দিয়ে, ঘাসের উপর দিয়ে, বললাম কোন ঘাস? দূর্বা ঘাস! পারিবারিক চিকিৎসায় ছেলে বেলায় আংগুলের নখ কাটতে গিয়ে আংগুলে কেটে গেলে দূর্বা ঘাস থেঁতলে পিষে পেষ্ট বানিয়ে প্রলেপ দেওয়া হতো এখন নেইলকাটার বের হয়েছে ব্লেড দিয়ে নখ কাটা বন্ধ হয়েছে রক্ত পড়াও। দূর্বা ঘাস শ্রেষ্ঠ রক্ত রোধক। রাস্তার পাশে বাড়ি পথে সাইকেল- রিক্সার দূর্ঘটনায়, কনস্ট্রাকশনের কাজে হাতুড়ির আঘাতে ছিঁড়ে থেঁতলে যাওয়ার কাটা ছেড়ায় বহুজনের দূর্বা ঘাসের বহু দিনের চিকিৎসায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। নিজ শরীরের কোথাও কেটে গেলে কিছু দূর্বা ঘাস তুলে মুখে চিবিয়ে নিজের মুখের লালা সহ কাঁটা স্থানে দূর্বা ঘাসের চাবানো পেষ্টের প্রলেপ দিলে কাঁটা স্থানের ব্যথা ও রক্ত পড়া বন্ধ হয়ে যাবে অন্যের কেটে যাওয়া স্থানে দূর্বা ঘাস একটু পানি দিয়ে থেঁতলে প্রলেপ দিন সেরে যাবে।
হোমিওপ্যাথি ঔষধ সাইনোডন ড্যাকটিলন রক্ত বমন, রক্ত পিত্ত, রক্ত কাসি-ফুসফুসের রক্ত স্রাব, রক্ত মুত্র, জরায়ুর রক্ত স্রাব এবং রক্ত স্রাবী অর্শে বিশেষ ফলপ্রসূ Cynodon Daetylon.
হোমিওপ্যাথি ঔষধ সাইনোডন ড্যাকটিলন রক্ত বমন, রক্ত পিত্ত, রক্ত কাসি-ফুসফুসের রক্ত স্রাব, রক্ত মুত্র, জরায়ুর রক্ত স্রাব এবং রক্ত স্রাবী অর্শে বিশেষ ফলপ্রসূ Cynodon Daetylon.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন