RH

১১ জানুয়ারী ২০২০

অনুবাদ

তরজমা ও ভাষান্তর এখন খুব সহজ হয়েছে। মানুষ এখন দিন-রাতের‌ চব্বিশটি ঘন্টার শুধুমাত্র ঘুমের সময় টুকু বাদ দিয়ে সর্বক্ষণ বিশেষ করে মোবাইল ফোন নির্ভর হয়েছে। মোবাইল ডিভাইসের বিভিন্ন ধরনের এপসের কর্মসম্পাদনা মানুষের কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করছে মানুষ আনন্দিত হচ্ছে আগ্রহ বাড়ছে নিজ ভাষায় যা অন্য ভাষায় কি তা,  মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা, বলেছেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ তিনি আরও বলেছেন বাঙালি জাতি যে ভাষা ব্যবহার করে তাহার নাম বাংলা ভাষা। ভাষা মনের ভাব প্রকাশ করে ভাষা পরিবর্তন ও গতিশীল। ইশারা ইঙ্গিতের চেয়েও ব্যাপক ক্ষেত্রে মনের ভাবের প্রকাশ ঘটানোর ক্ষমতাই ভাষা।
এক বা একাধিক শব্দ কখনো সম্পূর্ণ বই ট্রান্সলেটে অনুদিত সম্ভব হচ্ছে বিভিন্ন ভাষায়, বাংলা থেকে আরবি, ইংরেজি থেকে বাংলা ,,,
চলমান জীবনে কিছু ভাষা শিখতে হয়েছে সময় দিয়ে আমাদের মাতৃভাষার সাথে আরবি, ইংরেজি, জার্মানি, ইটালিয়ান, হিন্দি এবং কোরিয়ান। আমার কাছে আরবী বর্ণমালা সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। ট্রান্সলেশন এ একশটিরও অধিক ভাষা আছে এবং গুগল কিবোর্ডেও তাই একটা একটা করে কিবোর্ড যোগকরে বা এডকরে বিভিন্ন ভাষার বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেকেই লেখা পড়া জানেনা কিন্তু বেশ অন্য ভাষার শব্দ বলতে পারে, কিভাবে শিখলেন জিগ্গেস করলে বলে মোবাইলে,,
ভাষা
ভাষা শিক্ষা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন