পা চালিত দ্বি-চক্র যান বিশেষ। সাইকেল কে কখন কিভাবে আবিষ্কার করেছেন বুঝা মুস্কিল তবে যিনি প্যাটেন্ড রেজিস্ট্রেশন করেছেন তিনিই হবেন। স্কুল-কলেজে পড়াকালীন আমরা বহু বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করতাম গ্রীন স্টার সায়েন্স ক্লাব এর ব্যানারে তখন দেখেছি বাঁশের তৈরি সাইকেল। আমাদের এ অঞ্চলে সাইকেল এর মতো ত্রি-চক্র যান রিক্সার প্রচলন করেন টাটা কোম্পানি ইন্ডিয়া। আমার সাইকেল ছিল হাম্বার কোম্পানি ইংল্যান্ড, পরবর্তীতে ইন্ডিয়ান হিরো ও হিরো রয়েল। অনেকেই চায়না ফনিক্স সাইকেল ব্যবহার করেন। এটি একটু নীচু চলে ভালো তবে লম্বা মানুষের পা ব্যথা করে দীর্ঘ পথ চলায়। ছোট-বড় বিভিন্ন সাইজের সাইকেল বাজারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির তৈরি কৃত বাচ্চাদের সাইকেলও রয়েছে বিভিন্ন রঙের। সাইকেল চালানোর আগে পরীক্ষা করে নিতে হয় টায়ারের হাওয়া,বল-বিয়ারিং, ব্রেক ও অন্যান্য অংশ।
|
সাইকেল |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন