RH

১৫ জানুয়ারী ২০২০

ইত্যাদি

নবাবগণ ঢাকায় বিদ্যুৎ নিয়ে আসেন ১৯০০ সালে সেই বিদ্যুৎ পঞ্চগড়ে আসতে কত বৎসর সময় লেগেছে তা পঞ্চগড় বাসিই জানে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয়ের নুড়ি পাথর বিস্তৃত শীতের শিশিরের অঞ্চল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা, তথ্য ও বিনোদন মূলক টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চায়ন ও ক্যামেরায় ধারণ হবে। চুপিচুপি দেখতাম ইত্যাদি ধাক্কামাড়া ক্লাবে বিদ্যুৎ চলে গেলে পঞ্চগড় চিনিকলের শ্রমিক ইউনিয়ন ক্লাবে অসংগতি কুন্ঠে যাছিস নামাজে,,, আমরা তখন ছাত্র ৮৯ মুক্তাঞ্চল তেঁতুলিয়া

যদি কিছু মনে না করেন' প্রখ্যাত সাংবাদিক, লেখক, চলচ্চিত্র প্রযোজক, বিবিসি ও টেলিভিশন উপস্থাপক ফজলে লোহানী এর অনুষ্ঠান আমরা দেখতাম বিটিভিতে।

বাংলা ০১ মাঘ মাসের পর ফাল্গুন মাস ইত্যাদি রাজধানী ঢাকার ফাগুন অডিও ভিশনের নির্মাতা হানিফ সংকেত এর উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হয়ে আসছে ১৯৮৯ সাল থেকে রাত আটটার বাংলা সংবাদের পর এবং যা শুক্রবার বা মাসের পঞ্চ-পঞ্চম শুক্রবারে প্রচারিত হয় কিছু সময় ব্যতিরেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন