নিদৃষ্ট সময়ের মধ্যে পরিবর্তনশীল একটি নির্দিষ্ট গতি পথের সৃষ্টিকে ওয়েভ বা সাইকেল বলে। এক সেকেন্ডে নিদৃষ্ট সংক্ষক ওয়েভ উৎপন্নের পরিমাপকে ফ্রিকোয়েন্সি বলে। একাধিক শ্রেণীর ফ্রিকোয়েন্সি যখন একসাথে মিশানো হয় তখন তাঁকে মডিউলেটেড ফ্রিকোয়েন্সি Modulated Frequency ওয়েভ বলে। সাউন্ড ওয়েভ এর বাহক হলো বাতাস এই সাউন্ড বা অডিও ওয়েভ যদি অসীম দুরত্বে পাঠানো হয় তাহলে একটি মাধ্যম দরকার হয় যার উপর বাতাস বা অন্য কিছু বিশেষ বাঁধা হয়ে দাঁড়াতে না পারে তাই অন্য একটি ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয় যাকে বলা হয় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সির অন্তর্গত। হাই ফ্রিকোয়েন্সি সরাসরি শুনতে পাওয়া যায় না। হাই ফ্রিকোয়েন্সি অনেক দূরে পাঠানো যায় এই জন্য সাউন্ড ওয়েভ কে অসীম দুরত্বে পাঠাবার জন্য হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ওয়েভ এর সাথে মিশানো হয় এবং তখন একটি স্বতন্ত্র ওয়েভের সৃষ্টি হয় যাকে বলা হয়ে থাকে মডিউলেটেড ক্যারিয়ার ওয়েভ। এই ওয়েভ কে রেডিও ওয়েভ বলা হয়। ইথারের মাধ্যমে এই ওয়েভ গাছপালা,দালান-কোঠা, পাহাড়-পর্বত, বায়ু ইত্যাদি উপেক্ষা করে প্রতি সেকেন্ডে ১৮৬০০০মাইল বা ৩০কোটি মিটার দুরত্বে পৌঁছে। রেডিও ফ্রিকোয়েন্সি মডিউলেটেড হাই ফ্রিকোয়েন্সি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন