RH

০৫ জানুয়ারী ২০২০

ফুল

ফুল সবার ভালো লাগে ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত সকলেই ফুলের বিভিন্ন রং ও গন্ধে আকৃষ্ট হন। ফুল কাছে টানে ও কাছে আনে। গন্ধ রাজের মোহনীয় গন্ধে মন চঞ্চল হয়ে ওঠে কামিনীতেও তাই হাসনাহেনা অসংখ্য ছোট ছোট ফুল একসাথে অগুনিত ডালে ফোঁটে থেকে সুন্দর গন্ধ ছড়ায়।  গাঁদা গেন্দা হলুদ, কমলা ও লাল রঙের ফুল। সুন্দর গন্ধ আছে ভালো লাগে সবার। গোলাকার ফুল নাম আবার রাজগন্ধা। বাসা বাড়ীর সৌন্দর্য বৃদ্ধি, ফুল শয্যা,মালা, অতিথি বরণ,ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বাংলাদেশের প্রায় সব জায়গাতেই গাঁদা ফুল পাওয়া যায়। আমাদের পঞ্চগড় অঞ্চলে শীতের প্রকোপ একটু বেশি প্রায় ছয় মাস থাকে এবং শীতের এ ফুলও থাকে। এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার এ ফুল গাছ দুই ফুট পর্যন্ত লম্বা হয়ে একটু ছড়িয়ে পড়ে ও অসংখ্য ফুল ফোটে দেশ ভেদে এর বিভিন্ন জাতও আছে কোনটি ছোট আবার কোনটি বড় তবে সুন্দর।
সৌন্দর্য ও সুগন্ধিতে যেমন নজর কাড়ে তেমনি চিকিৎসা ক্ষেত্রেও এর নাম আছে। গাঁদা ফুলের ইংরেজি নাম Marigold.আমাদের দেশীয় গাঁদা আর ক্যালেনডুলা Calendula একই অনেকেই তা মনে করেন এবং বলেন ক্যালেনডুলার অভাবে এখানকার গাঁদা ফুলের হোমিওপ্যাথি টিংচার প্রস্তূত করে ব্যবহার করে ক্যালেনডুলার সমান ফল পাইয়াছেন আসলেই তাই ব্যাপারটা অনেকটা দূর্বা ঘাসের মতো। প্রাথমিক চিকিৎসা কখনও শেষ চিকিৎসা কেটে গেছে একটু পিসে ক্ষতস্থানে লাগিয়ে দিন বিষ ব্যথা সব গায়েব।
Marigold, Homeopathy Calendula Officinalis.
গাঁদা সকল প্রকার ক্ষতেই ব্যবহৃত হয়। ক্যালেন্ডুলাকে হোমিওপ্যাথিক আন্টি-সেপটিক ঔষধ বলা হয়। হঠাৎ কোন স্থানে কেটে গেলে বা ছিড়িয়া গেলে ইহার লোশন লাগাইয়া বাধিয়া দিলে সঙ্গে সঙ্গে রক্ত পড়া ও পুঁজোৎপত্তি বন্ধ হয়। ক্যালেন্ডুলার ক্ষতাদি আরোগ্য করিবার ক্ষমতা অসীম। ক্যালেন্ডুলার লোশন ও মলম পঁচা ঘায়ে ব্যবহারে বিশেষ ফল হয়।
আকষ্মিক পীড়া ব্যতিরেকে জরায়ু-মুখের ক্ষত,দূর্গন্ধযুক্ত শ্বেত প্রদর, ক্ষয়প্রাপ্ত দন্তের বেদনা,কানে পুঁজ প্রভৃতি রোগে ক্যালেন্ডুলা ব্যবহার উপযোগী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন