RH

০২ মার্চ ২০২০

গ্রামোফোন

আমার সংগ্রহে একটি গ্রামোফোন যন্ত্র রয়েছে যা পারিবারিক সূত্রে পাওয়া আমার বাপ-চাচারা এটি ব্যবহার করতো। আমার বাবা জীবিকার প্রয়োজনে পঞ্চগড়ে আসেন ষাট দশকে দিনাজপুর থেকে। তাই তাদের ব্যবহৃত জিনিসপত্র দিনাজপুরে পৈতৃক বাড়িতে থেকে যায়। আমরা দাদার বাড়ি গেলে আমার বড় চাচা বাড়ির খোলায় পুকুর পাড়ে হিইজ মাষ্টার ভয়েস এ গান শুনাতো। অনেক গুলো রেকর্ডিং ডিস্কস ছিল পুরনো সব গানের। গ্রামোফোন যন্ত্রটি এখনো চালু অবস্থায় আছে তবে এর ভিতরের চামড়ার একটি পিনিয়াম ক্ষয়ে যাওয়ার কারণে ঘুরানোর শক্তি কিছুটা কমে গেছে। ‌‌‌পিন কিছু আছে সংগ্রহে যা খুবই দুর্লভ এ অঞ্চলে পাওয়া যায় না। উপরের থালার মতো গোল প্লেটটি যাতে ডিস্কস বসানো হয় সেটি একটু ক্ষয়ে যাওয়ার কারণে দ্রুত পিন ক্ষয়ে যায় এবং স্লো হয়ে যায়। এটিতে ধাতব পাতে খোদাই করে লেখা আছে লেনতো ও প্যারিসতো। স্লো ও ফাষ্ট। সে হিসেবে এটি অনেক পুরনো বলা যায় হাতে বানানো। ডিক্স গুলো নরম ভঙ্গুর। এর স্প্রীং গুলো ভেঙ্গে গেছিলো এবং অকেজো হয়ে পড়ে ছিল এবং আমার চাচাতো ভাই এটা বিক্রির জন্য গ্রাহককে ঠিক করেছিল আমি বললাম কতো যা বলেছিল তাই দিয়েছি এবং বাসায় এনে নিজে মেরামত করে এখনো চলছে।
Disks
1. The Twin
OMC 17789-1 / 17790-1
জাগো মুসাফির/নামাজী তোর নামাজ
কথা- সিদ্দিকী
সুর- দেলওয়ার হোসেন
আব্বাস উদ্দিন আহম্মদ
FT-13020
Made in India.
2.His Master's voice
OMC 21001-1 / 21002-2
27612
কাল রাতের স্বপনে/ এসো ফিরে
3. Columbia
CEI 23399-1/ 23400-1
4. Columbia
CEI 52750-TI/52752-TI
5. Columbia
CEI 52751-TI/52753-TI
6. Columbia
CEI 53532-TI/53536-TI
7. Columbia
CEI 53533-TI/53537-TI
8. Columbia
CEI  55113-1/55114-1






গ্রামোফোন