জামা'য়াতে হউক বা একাকী হউক সালাতে ইকামত দিতে হয়। আযান এর কালেমায় "হাইয়া আলাল ফালাহ' বলার পর ইকামতে "ক্বাদক্বা মাতিছ ছালা-হ" মিলিয়ে পড়তে হয়।
ইসহাক ওয়াসিতী(র) আবদুল্লাহ ইবন মুগাফফাল মুযানী (রা) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,প্রত্যেক আযান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে। এ কথা তিনি তিন বার বলেন (তারপর বলেন) যে চায় তার জন্য। বুখারী হাদীস, আযান অধ্যায়, দ্বিতীয় খণ্ড- ইফা।