উমর ইবন হাফস ইবন গিয়াস(রা) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন আমরা যুবক বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম; অথচ আমাদের কোন সম্পদ ছিল না। এমনি অবস্থায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা শাদী করতে সামর্থ্য রাখে, তারা যেন শাদী করে। কেননা শাদী তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে এবং যাদের শাদী করার সামর্থ্য নেই, সে যেন রোযা পালন করে। কেননা রোযা তার যৌনতাকে দমন করে।
মুসাদ্দাস (রা) আবু হুরায়রা (রা) থেকে বর্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে শাদী করা যায়- তার সম্পদ, তার বংশ মর্যাদা, তার সৌন্দর্য ও তার দীনদারী। সুতরাং তুমি দীনদারীকেই প্রধান্য দিবে। অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে।
সাদ ইবন হাফস(র) ইবন আব্বাস (রা) থেকে বর্নিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেহ যখন স্ত্রী সহবাস করে তখন যেন সে বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনিশ শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা- আল্লাহর নামে শুরু করছি,হে আল্লাহ আমাকে তুমি শয়তান থেকে দূরে রাখ এবং আমাকে তুমি যা দান করো তা থেকে শয়তানকে দূরে রাখ। এরপর যদি তাদের মাঝে কিছু ফল দেওয়া হয় অথবা বাচ্চা পয়দা হয়, তাঁকে শয়তান কখনো ক্ষতি করতে পারে না।
মাহমুদ (র) হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, তিনি বলেন, হযরত দাউদ (আঃ) এর পুত্র সুলায়মান (আঃ) একদা বলেছিলেন, আজ রাতে আমি আমার একশত বিবির সাথে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে,তারা আল্লাহর পথে জিহাদ করবে। একথা শুনে একজন ফেরেশতা বলেছিলেন আপনি 'ইনশা আল্লাহ' বলুন; তিনি এ কথা ভুলক্রমে বলেননি। এরপর তার বিবিগণের সঙ্গে মিলিত হলেন, কিন্তু তাদের কেহ কোন সন্তান প্রসব করল না শুধু একজন বিবি একটি অসম্পূর্ণ সন্তান প্রসব করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি হযরত সুলাইমান ( আঃ) ইনশাআল্লাহ বলতেন তাহলে আল্লাহ তা'আলা তার আশা পূরণ করতেন। আর সেটাই ছিল তার প্রয়োজন মেটানোর জন্য উত্তম।
বুখারী হাদীস, বিয়ে শাদী অধ্যায়, অষ্টম খন্ড-ইফা।
মাহমুদ (র) হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, তিনি বলেন, হযরত দাউদ (আঃ) এর পুত্র সুলায়মান (আঃ) একদা বলেছিলেন, আজ রাতে আমি আমার একশত বিবির সাথে মিলিত হব এবং তাদের প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে,তারা আল্লাহর পথে জিহাদ করবে। একথা শুনে একজন ফেরেশতা বলেছিলেন আপনি 'ইনশা আল্লাহ' বলুন; তিনি এ কথা ভুলক্রমে বলেননি। এরপর তার বিবিগণের সঙ্গে মিলিত হলেন, কিন্তু তাদের কেহ কোন সন্তান প্রসব করল না শুধু একজন বিবি একটি অসম্পূর্ণ সন্তান প্রসব করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি হযরত সুলাইমান ( আঃ) ইনশাআল্লাহ বলতেন তাহলে আল্লাহ তা'আলা তার আশা পূরণ করতেন। আর সেটাই ছিল তার প্রয়োজন মেটানোর জন্য উত্তম।
বুখারী হাদীস, বিয়ে শাদী অধ্যায়, অষ্টম খন্ড-ইফা।
প্রতিদিন সন্ধ্যায়- রাতে কিছু বই পড়া হয় তখন যা ভালো লাগে খাতায় লিখে রাখা হয় লিখাটা নিজের জন্য...অন্য জনেও দেখে সেক্ষেত্রে মন্তব্য নিষ্প্রয়োজন ব্যক্তিগত ব্লগ।