RH

১৫ মে ২০২০

২১ রমযান

ইসমাইল (র) আবু সাঈদ খুদরী(রা) থেকে বর্নিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের মধ্যম দশকে ই'তিকাফ করতেন। এক বছর এরুপ ই'তিকাফ করেন,যখন একুশের রাত এল, যে রাতের সকালে তিনি তার ই'তিকাফ হতে বের হবেন,তখন তিনি বললেনঃ যারা আমার সাথে ই'তিকাফ করেছে তারা যেন শেষ দশকে ই'তিকাফ করে। আমাকে স্বপ্নে এই রাত(লাইলাতুল কাদর) দেখানো হয়েছিল। পরে আমাকে তা (সঠিক তারিখ) ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে, ঐ রাতের সকালে আমি কাঁদা পানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ কর। পরে এই রাতে আকাশে বৃষ্টি বর্ষিত হয়, মসজিদের ছাদ ছিল খেজুরের পাতার ছাউনির, ফলে মসজিদে টপ টপ করে বৃষ্টি পড়তে লাগলো। একুশের রাতের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপালে কাঁদা পানির চিহ্ন এ দু'চোখ দেখতে পায়।


মুসা ইবন ইসমাইল (র) ইবন আব্বাস (রা) থেকে বর্নিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তা (লাইলাতুল কাদর) রমযানের শেষ দশকে তালাশ কর। লাইলাতুল কাদর(শেষ দিক হতে গণনায়) নবম,সপ্তম, বা পঞ্চম রাত অবশিষ্ট থাকে।
বুখারী হাদীস,তারাবীহর সালাত অধ্যায়, তৃতীয় খন্ড-ইফা।
১রমযান-০২-০৩-০৪-০৫-০৬-০৭-০৮-০৯-১০-১১-১২-১৩-১৪-১৫-১৬-১৭-১৮-১৯-২০-২১_২২-২৩_২৪-২৫_২৬-২৭-২৮-২৯-৩০।




দরুদ পাঠ-
আরবী উচ্চারণ- আল্লহুম্মা স্বল্লি আলা মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ কামা স্বল্লাইতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ, আল্লহুম্মা বারিক আল মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহীম, ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামীদুম মাজীদ।

বাংলা উচ্চারণ- হে আল্লাহ! তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর রহমত বর্ষণ কর, যেভাবে রহমত বর্ষণ করেছ ইব্রাহীম (আ) ও তার পরিবারবর্গের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! বরকত অবতীর্ণ কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর, যেভাবে তুমি বরকত নাযিল করেছ ইব্রাহীম (আ:) ও তার পরিবার- পরিজনের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।

সিয়াম পালন ও দিন- রাত্রির পর্যালোচনা-

১৪৪৪