ইমামের সশব্দে আমিন বলা। আতা(র) বলেন 'আমীন' হল দু'আ। তিনি আরও বলেন আবদুল্লাহ ইবন যুবাইর (রা) ও তার পিছনের মুসুল্লীগণ এমন ভাবে আমীন বলতেন যে, মসজিদে গুমগুম আওয়াজ হতো। আবু হুরায়রা (রা) ইমামকে ডেকে বলতেন, আমাকে 'আমীন' বলার সুযোগ থেকে বঞ্চিত করবেন না। নাফি(র) বলেন, ইবন উমর (রা) কখনই 'আমীন' বলা ছাড়তেন না এবং তিনি তাদের (আমীন বলার জন্য) উৎসাহিত করতেন। আমি তার কাছ থেকে এ হাদীস শুনেছি।
আবদুল্লাহ ইবন ইউসুফ (র)... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন 'আমীন' বলেন, তখন তোমরাও 'আমীন বলো' কেননা, যার 'আমীন' (বলা) ও ফিরিশতাদের 'আমীন' (বলা) এক হয়, তার পূর্বের সব গুণাহ মা'ফ করে দেওয়া হয়। ইবন শিহাব (র) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 'আমীন' বলতেন।
আবদুল্লাহ ইবন ইউসূফ(র)...আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ (সালাতে) আমীন বলে আর আসমানে ফিরিশতাগণ 'আমীন' বলেন এবং উভয়ের 'আমীন' একই সময়ে হলে তার পূর্ববর্তী সব গুণাহ মাফ করে দেওয়া হয়।
আবদুল্লাহ ইবন মাসলামা (র) আবু হুরায়রা (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম "গাইরিল---লিন' পড়লে তোমরা 'আমীন' বলো। কেননা যার এ 'আমীন' বলা ফিরিশতাদের 'আমীন' বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুণাহ মাফ করে দেওয়া হয়। মহাম্মদ ইবন আমর(র) আবু সালমা(র) সুত্রে আবু হুরায়রা (রা) এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং নু'আইম মুজমির(র) আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনায় সুমই(র) এর অনুসরণ করেছেন।
আযান অধ্যায়, দ্বিতীয় খন্ড, বুখারী হাদীস- ইফা।
আবদুল্লাহ ইবন ইউসুফ (র)... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন 'আমীন' বলেন, তখন তোমরাও 'আমীন বলো' কেননা, যার 'আমীন' (বলা) ও ফিরিশতাদের 'আমীন' (বলা) এক হয়, তার পূর্বের সব গুণাহ মা'ফ করে দেওয়া হয়। ইবন শিহাব (র) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও 'আমীন' বলতেন।
আবদুল্লাহ ইবন ইউসূফ(র)...আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ (সালাতে) আমীন বলে আর আসমানে ফিরিশতাগণ 'আমীন' বলেন এবং উভয়ের 'আমীন' একই সময়ে হলে তার পূর্ববর্তী সব গুণাহ মাফ করে দেওয়া হয়।
আবদুল্লাহ ইবন মাসলামা (র) আবু হুরায়রা (র) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম "গাইরিল---লিন' পড়লে তোমরা 'আমীন' বলো। কেননা যার এ 'আমীন' বলা ফিরিশতাদের 'আমীন' বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুণাহ মাফ করে দেওয়া হয়। মহাম্মদ ইবন আমর(র) আবু সালমা(র) সুত্রে আবু হুরায়রা (রা) এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং নু'আইম মুজমির(র) আবু হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনায় সুমই(র) এর অনুসরণ করেছেন।
আযান অধ্যায়, দ্বিতীয় খন্ড, বুখারী হাদীস- ইফা।