RH

১৫ জুলাই ২০২০

মসজিদ

আলী ইবন আবদুল্লাহ (র) আবু হুরায়রা (রা) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি সকাল বা বিকেলে যতবার মসজিদে যায়, আল্লাহ তা'আলা তার জন্য ততবার মেহমানদারির আয়োজন করেন।
আযান অধ্যায়, দ্বিতীয় খন্ড, বুখারী হাদীস- ইফা। 
ঐতিহাসিক মসজিদ
মসজিদ- পন্চগড়ের অনেক পুরনো মসজিদ এটি মির্জাপুরে অবস্থিত। এই মসজিদের সামনে পূর্ব দিকে সুন্দর একটি ইমাম বার রয়েছে সুন্দর গঠন অবকাঠামোয় পরবর্তীতে মেরামতে সংরক্ষণে হেরিটেজ। মির্জাপুর শাহী মসজিদের সামনে বেশকিছু পুরনো কবর রয়েছে দক্ষিণে প্রবেশে বামে চৌহদ্দি প্রবেশ পথ সুন্দর ইট সিমেন্টে বানানো অনেক পুরনো একটি কুয়ো আছে পরিস্কার স্বচ্ছ পানির। প্রত্যহ প্রতিদিন দেশের- পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন দর্শনে এখানে।
গিয়েছিলাম খালুর বাড়ি  তিনি আবার মির্জা নিয়ে আসলো মসজিদে সামনে পুকুর বললো পুকুর সংস্কারে আমরা অনেক তরবারি পেয়েছি বহু দিনের পুরনো, নামাজ যিনি পড়েন তিনিই মসজিদ বানান। ১৯৯২-৯৪ আমি তখন তিসির ব্যবসা করতাম। অনেকেই জানালেন ঝলই হাটে ভালো তিসি পাওয়া যায় সাপ্তাহিক হাট তিসি হাতে নিয়ে চমকে উঠলাম। অনেক পরে সহকর্মীকে নিয়ে গেলাম খুঁজতে খুঁজতেছি খেজুর গাছ, বললো ভাইকি, মির্জাপুর দিয়ে চল নামাজ পড়বো,আসরে ইমাম হইলাম, পড়ে বললাম ঠিক আছে তো, আমি আবার মহাম্মদী।