RH

১৬ জুলাই ২০২০

জুমু'আর ফযীলত

আদম(র) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমু'আর দিন মসজিদের দরওয়াযায় ফিরিশতাগণ অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমন কারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি মোটাতাজা উট কুরবানী করে এরপর যে আসে সে ঐ ব্যক্তির ন্যায় যে একটি গাভী কুরবানী করে তারপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর ন্যায় তারপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর ন্যায়। তারপর ইমাম যখন বের হন তখন ফিরিশতাগণ তাদের দফতর বন্ধ করে দেন এবং খুৎবা শুনতে থাকেন।
মুহাম্মদ ইবন উকাবা শায়বানী(র)... হুমাইদা(রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস(রা) বলেছেন: আমরা জুমু'আর দিন সকালে যেতাম তারপর (সালাত শেষে) কায়লুলা(দুপুরের শয়ন ও হালকা নিদ্রা) করতাম।
জুমু'আ অধ্যায়, দ্বিতীয় খন্ড, বুখারী হাদীস- ইফা।
ইসহাক ওয়াসিতী(র) আবদুল্লাহ ইবন মুগাফফাল মুযানী (রা) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,প্রত্যেক আযান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে। এ কথা তিনি তিন বার বলেন (তারপর বলেন) যে চায় তার জন্য।
বুখারী হাদীস, আযান অধ্যায়, দ্বিতীয় খণ্ড- ইফা।